জিয়াউর রহমানকে নিয়ে এ কথা তো মানতে পারি না: কাদের সিদ্দিকী

রাজনীতি

নিউজ ডেষ্ক- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সাফ জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে চান না। আজ মঙ্গলবার ১৭ মে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পিপলস পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি’ শীর্ষক রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

সভায় নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এ দেশে একটা জিনিসের অভাব। যেটার কারণে সফলতা আসবে না। সেটা হলো, জনগণের সম্পৃক্ততা। জনগণ শুধু শেখ হাসিনাকে চায় না, তা না। জনগণ অন্য নেতাদেরকেও চায় না। সেখানে খালেদা জিয়াকে বলা যেতে পারে, তারেক রহমানকেও বলা যেতে পারে। তাদের একটু বদল হওয়া দরকার। সেই বদলটা এখন পর্যন্ত হয় নাই।’

কাদের সিদ্দিকী বলেন, ‘যেদিন দেশের মানুষ আমাদের বিশ্বাস করা শুরু করবে, আমাদের ডাকে সাড়া দেবে, সেদিন শেখ হাসিনা কিছুই না। শেখ হাসিনাকে সরিয়ে আমি খালেদা জিয়াকে আনতে চাই না এবং তারেক রহমানকেও আনতে চাই না।

তিনি আরও বলেন, ‘আমি শেখ হাসিনাকে সরাতে চাই তার কর্মকাণ্ডকে সরাবার জন্য। তার অব্যবস্থাকে সরাবার জন্য। কথা দিয়ে কথা রক্ষা না করার জন্য এবং মানুষকে মানুষ না ভাবার জন্য।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে যেভাবে গালাগালি করা হয় এবং জিয়াউর রহমানকে যেভাবে মুক্তিযোদ্ধা হিসেবে অস্বীকার করা হয়, আমার বড় খারাপ লাগে। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুকে হত্যা করে থাকেন তাহলে তার বিচার করা হোক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা না, এ কথা তো মানতে পারি না। আমরা কেন জানি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *