নিউজ ডেষ্ক- দুই বছর আগে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মতিঝিল থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট তামান্না ফারহার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে ইশরাক হোসেনকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেফতার করা হয়। বুধবার (৬ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক মিঠু। তিনি বলেন, দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আর বলেন, ইশরাক হোসেন গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। আজ তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, বুধবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাককে গ্রেফতার করা হয়। ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদে হোসের খোকার ছেলে।