জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া আ. লীগের সবচেয়ে বড় অপরাধ : মির্জা ফখরুল

রাজনীতি

নিউজ ডেষ্ক- আওয়ামী লীগের অপরাধটা কী—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনাদের সবচেয়ে ভয়ংকর অপরাধ, এই দেশে তারা গণতন্ত্রকে হরণ করেছে।

মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই দেশকে তারা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্যগুলো ছিল, সেই সব লক্ষ্যকে ধুলিস্যাৎ করে দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। ছাত্রদলের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটির সদস্যরা এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে। এতে নতুন মনোনীত পাঁচজন নেতাসহ সহস্রাধিক অনুসারী উপস্থিত ছিলেন।

নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের সমালোচনা করেন ফখরুল। তিনি অভিযোগ করেন, ‘সংঘর্ষে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। সংঘর্ষে যে হত্যা হয়েছে, সে হত্যার জন্য পুলিশ দায়ী।’

বিএনপির নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে বুধবার এক অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূতের অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই কথাগুলো উনি (রাষ্ট্রদূত) সঠিক বলেননি। আমাদের সঙ্গে বৈঠকের পর দলের পক্ষ থেকে যিনি কথা বলেছিলেন (আমির খসরু মাহমুদ চৌধুরী) তিনি কখনোই এ ধরনের কথা বলেননি। তিনি কোনও কোট করেননি। আপনারাও (সাংবাদিকরা) সেখানে ছিলেন। তিনি সামগ্রিকভাবে, ইনজেনারেলভাবে কথা বলেছেন।’

প্রসঙ্গত, গতকাল বুধবার আমির খসরু মাহমুদ চৌধুরী একাধিক গণমাধ্যমে বলেছেন, ‘আমরা ওই দিন কী বলেছি এটাতো বিভিন্ন প্রত্রিকা ও টেলিভিশনে এসেছে। এটাতো একেবারেই পরিষ্কার। আমরা তো উনাকে কোট করে কিছুই বলিনি। আমরা আমাদের কথা বলেছি। আমরা যেটা বলেছি, এটা ছিল জেনারেল স্টেটমেন্ট। আমরা বলেছি, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো আমাদের দেশের মানবাধিকার, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন।’

শ্রদ্ধাজ্ঞাপনকালে উপস্থিত ছিলেন, ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। ফখরুল আশা করেন, ছাত্রদলের নতুন কমিটি বিএনপির আন্দোলন ও ছাত্রদের অধিকারের জন্য যথাসাধ্য সংগ্রাম করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *