ছয় শূন্যের মিছিলের পরও খুশি সাকিব

খেলা

নিউজ ডেষ্ক- ছয় শূন্যের মিছিলে একা একজনের ৫১। সেই একজন হলেন নতুন করে অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান। ঝড়ের মুখে তার ২৮তম অর্ধশত রানের ইনিংস বাংলাদেশকে পার করায় ১০০।

১৬ রানে ৩ উইকেট হারানো সফরকারীরা অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম দিন অলআউট ১০৩ রানে। অর্থাৎ অর্ধেক রানই এসেছে অধিনায়ক সাকিবের ব্যাট থেকে।

৬ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।

এমন হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্সের পরও খুশি অধিনায়ক সাকিব। তা অবশ্য লজ্জার রেকর্ড গড়া ব্যাটিং নিয়ে নয়; কিংবা নিজের ৬৭ বলে ৫১ রানের ইনিংস নিয়েও নয়।

সাকিব খুশি পেসারদের পারফরম্যান্স নিয়ে। কারণ এবাদত-মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম দিনে লিড নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ ওভার ব্যাট করে মাত্র ৯৫ রান তুলতে সক্ষম হয়েছে ক্রেইগ ব্রাথওয়েটের দল। হারিয়েছে দুটি উইকেট।

প্রথম দিনে উইন্ডিজ ব্যাটারদের লাগাম টেনে রাখার কৃতিত্ব বাংলাদেশ দলের তিন পেসারের।

১৬ মাস পর লাল বল হাতে নিয়ে মোস্তাফিজ ১২ ওভারে মাত্র ১০ রান দিয়েছেন। শিকার করেছেন একটি উইকেট। দুই অনুজ এবাদত হোসেন ও খালেদ আহমেদও দারুণ কিপটে বোলিং করেছেন।

১২ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন পেসার এবাদত। খালেদ ৯ ওভারে ১৫ রান দিয়েছেন মাত্র।

তিন পেসারের দুর্দান্ত বোলিংয়ে খুশি সাকিব।

অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছু দিন ধরেই পাইনি। আমাদের পেস বিভাগটা দারুণ বল করেছে। পেসারদের জুটি উপভোগ্য বল করেছে। মোস্তাফিজ দারুণ ছিল। নতুন বলে খালেদ অসাধারণ ল করেছে । এবাদত তো সবসময় ভালো বল করছে। তিনজনের পারফরম্যান্সই ভালো ছিল।’

এর পরও ভাগ্য সহায় হয়নি পেসারদের মন্তব্য সাকিবের। বললেন, ‘ওরা (পেসাররা) একটু দুর্ভাগা। আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকত, তা হলে শুক্রবার আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখন যে হবে না তা বলছি না।’

প্রসঙ্গত, অ্যান্টিগা টেস্টের প্রথম দিন আট রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে ১০৩ রানে অলআউট করে দেড় সেশন ব্যাট করেন স্বাগতিকরা। ২ উইকেট হারিয়ে জমা করেছে ৯৫ রান।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় ৪২ রান নিয়ে ব্যাট হাতে নামবেন উইন্ডিজ ক্যাপ্টেন ব্রাথওয়েট। অন্যপ্রান্তে ১২ রানে অপরাজিত ক্রুমাহ বোনার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *