নিউজ ডেষ্ক– উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আইনি সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এমনটা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে বলা হয়েছে, তাকে আপাতত বিদেশে পাঠানোর আইনগত কোন ধরনের সুযোগ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “মানবিক কারণে দণ্ড স্থগিত রেখে খালেদা জিয়াকে তার সুবিধামতো চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছে বর্তমান সরকার। দণ্ড মওকুফ করে তাকে বিদেশ পাঠানোর কোনো ধরনের সুযোগ নেই। তিনি বাসায় থেকে কিংবা নিজের সুবিধামতো চিকিৎসা নিচ্ছেন।
আইন মন্ত্রণালয়ের মতামতের পর এ বিষয়ে কী করছেন- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব আমাদের কাছে আসছিলেন। তিনি একটা চিঠি দিয়েছেন, সঙ্গত কারণেই আমরা আইন সম্মত হয় কিনা সেটা আমরা জানিয়েছি। আইনমন্ত্রী মহোদয় আমাদেরকে একটা মতামত দিয়েছেন। ওনার দেওয়া সেই মতামতটা আমরা স্টাডি করছি। আমরা পরে যদি প্রয়োজন মনে করি, সেটা অধিকতর জায়গায় প্রয়োজন হয় তাহলে পরামর্শ নেবো। এখন আমরা যতটুকু স্টাডি করে দেখছি, এটা নিয়ে আমাদের নিজেদের কথাবার্তা বলতে হবে।”
গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার জন্যে অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া মেলেনি।
কয়েকবার প্রত্যাখ্যান হওয়ার পর গত ১১ নভেম্বর খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবার আবেদন করেন।