নিউজ ডেষ্ক- ঈদের আর মাত্র কিছুদিন বাকি এরই মধ্যে জমে উঠেছে কোরবানির হাট গুলো। কোরবানির জন্য পছন্দ মতো পশু ক্রয় করতে ক্রেতারা ভিড় করছেন হাটগুলোতে। পশুতে হাটগুলো ভরে উঠেছে। যাদের পছন্দ ও দামে মিলছে তারা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। আর অনেকেই এক হাট থেকে আরেক হাট ঘুরে ঘুরে দেখছেন।
ঈদে কোরবানির পশুর চামড়ার দাম কিছুটা বৃদ্ধি করে মূল্য নির্ধারণ করেছে সরকার। গতবারের তুলনায় এবছর প্রতি বর্গফুটে ৫-৭ টাকা বৃদ্ধি করে দাম নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে বানিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।
গত বছর রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ছিল ৪০ থেকে ৪৫ টাকা। এবার তা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা করা হয়। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ছিল ১৫ থেকে ১৭ টাকা এবার তা বেড়ে ১৮ থেকে ২০ টাকা হয়েছে এবং বকরির চামড়ার দাম ১২ থেকে ১৪ টাকা ছিল যা অপরিবর্তিত রয়েছে।