আজ রবিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী মঙ্গলবার ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ রবিবার ১ মে সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ৬৪ জেলা থেকে ফাউন্ডেশনের উপ-পরিচালকরা চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
এদিকে আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল সোমবার ২ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, জ্যোতির্বিদ্যার চিত্রের কৌশল ব্যবহার করে ক্ষীণ চাঁদ দেখা গেছে।
তবে ধুলোময় আবহাওয়ার কারণে খালি চোখে চাঁদ দেখা যায়নি। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের অ্যাস্ট্রোনমিক্যাল সিল অবজারভেটরি থেকে বিকেল ৩টা ১০ মিনিটে চাঁদ দেখা যায়।