নিউজ ডেষ্ক- এবার দুই ম্যাচ টেস্ট সিরিজে উইন্ডিজ এ দলের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ এ দল। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লো টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ৮০ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ এ দল।
এদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই কোন রান করার আগেই ফেরত যান ওপেনার নাইম শেখ। কিছুক্ষণ বাদেই ৫ রান করে ফেরেন সাইফও৷ বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার সৌম্য সরকারও। ২০ বলে ১৫ রান করে ফেরেন তিনি।
এরপর আসা যাওয়ার মিছিলে যোগ দেন একে একে সবাই৷ অধিনায়ক মিঠুন ১২ রান করে ফেরেন। ব্যাটিংয়ে নেমে ৬ বলে মাত্র ৩ রান করে ফেরেন এশিয়া কাপে দলে জায়গা পাওয়া সাব্বির রহমান। এরপর একদিক আগলে জাকের আলী ধরে থাকলেও ফেরত যান সবাই৷
৬২ রানে ৯ উইকেট পড়ার জাকের আলীর ৪১ বলে ২৫ রানে শেষ পর্যন্ত ২৩.২ ওভারে ৮০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন গ্রেভস জাস্টিন। এছাড়াও আন্ডারসন ও ফিলিপ ২ টি করে, এবং ম্যাকসুইন-স্প্রিংগার নেন ১ টি করে উইকেট।