নিউজ ডেষ্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে একাদশে রয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচে অভিষেক হয়েছে উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ সাইফ হাসানের। এছাড়া ৮ মাস পরে আবারো দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
লেগ স্পিনার বিপ্লব অবশেষে একাদশে সুযোগ পেলেও জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এছাড়া একাদশে রয়েছেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ খেলছেন।
ম্যাচের আগের দিনই ১২ জনের স্কোয়াড ঘোষণা করেছিল সফরকারীরা। সেখান থেকে বাদ পড়েছেন কেবল ফাষ্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা এই বোলারকে বিশ্রামে রেখেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি দুই মেরুতে ছিল বাবর এবং রিয়াদের দল। যেখানে সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলেছে পাকিস্তান সেখানে সেরা ১২-তে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এবার উজ্জীবিত পাকিস্তানের মুখোমুখি তারুণ্যনির্ভর টাইগার টিম। বিশ্বকাপ স্কোয়াডে ছয় পরিবর্তন এনে ঘোষণা করা হয়েছে দল। অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া তেমন অভিজ্ঞ ক্রিকেটারের জায়গা হয়নি এই স্কোয়াডে।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শেষ দুই ম্যাচেই জয়ের মুখ দেখেছে টাইগাররা। কিন্তু সবমিলিয়ে ১৩ ম্যাচের মধ্যে বাকি ১১টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এবার কারা জেতে সেটিই দেখার বিষয়।
এক নজরে দেখে নিন বাংলাদেশের একাদশ : নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ।
এক নজরে দেখে নিন পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।