চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

বাংলাদেশ সর্বশেষ খবর

নিউজ ডেস্ক: চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর এ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ নভেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যেখানে ৮৪০ ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর এ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের সচিব জানান, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর।

আরও জানান, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর এ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোট নেওয়া হবে।

এদিকে, দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে বলেও আশা ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

কেএম নুরুল হুদা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও খুনের দায় কোনোভাবে নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া যাবে না।

এ সময় তিনি আরও বলেন, অধিকাংশ সহিংসতা ঘটে পূর্ব শত্রুতা বা স্থানীয় দ্বন্দ্বের কারণে। এসব দমনে প্রার্থী ও সমর্থকদের আন্তরিক হতে হবে। এরপরও যদি কোনো অঘটন ঘটে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *