নিউজ ডেষ্ক- চট্টগ্রামের পশুর হাটগুলোতে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। যে কারণে ছোট ও মাঝারি গরুর দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে পশুর হাটের গরু বিক্রি নিয়ে বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সরেজমিনে বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, শেষ সময়ে বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে। বেশি ভাগ ক্রেতারা ছোট এবং মাঝারি সাইজের গরু বেশি পছন্দ করছে। বাজারে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি।
কুষ্টিয়া থেকে চট্টগ্রামের গরু বিক্রি করতে আশা বী ব্যাপারী বলেন, ১৪টি গরু নিয়ে এসেছিলাম দুপুর পর্যন্ত আমার ১০টি গরু বিক্রি হয়েছে। ৪টি গরুও বিক্রি হয়ে যাবে বলে আশা করছি। যেগুলো বিক্রি করেছি সেগুলোতে ভালো দাম পেয়েছি। এতে আমি অনেক খুশি। গত বছরের তুলনায় এবছর গরুর চাহিদা ভালো। এবার গরু নিয়ে যারা বাজারে এসেছেন তাদের কান্না করে যাওয়া লাগবে না। তারা হাসি মুখেই যেতে পারবে। বাড়িতে গিয়ে ঈদ আনন্দ ভাগ করতে পারবে।
সালাম নামের এক গরুর ব্যাপারী বলেন, আমি ২৪টি গরু নিয়ে বাজারে এসেছিলাম। ১৬টি বিক্রি করেছি। এখনও বাজারে অনেক গরু বিক্রির বাকি আছে। এগুলো বিক্রি না হলে বাড়িতে ফিরিয়ে নিতে হবে।
গরু কিনতে আসা পাহাড়তলী এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুন বলেন, বাজারে মোটামুটি গরু আছে। তবে ব্যবসায়ীরা ছোট ও মাঝারি গরুর দাম বেশি চাইছে। গতবছরের তুলনায় এবছর গরুর দাম কিছুটা বেশি।
লাভলেইন এলাকার বাসিন্দা মো. জাফর বলেন, আমরা মধ্যবিত্ত পরিবার। এক লাখ টাকার ভেতরে গরু নিতে এসেছি, তবে দাম বেশি মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত সংখ্যক গরু নেই বলেও মনে হচ্ছে।
সূত্রঃ ঢাকা পোস্ট।