মাল্টা চাষে চমক দেখিয়েছেন গাড়ি চালক মতিউর!
আমের জেলা হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ। এখন সেখানে ফলছে মিষ্টি মাল্টা। বরেন্দ্রভূমির রুক্ষ্মতাকে সবুজে ঢেকে দিয়ে নতুন এই ফল উৎপাদনে চমক দেখিয়েছেন গাড়ি চালক মতিউর রহমান। গাড়ি চালানোর পাশাপাশি তিনি মাল্টা চাষে সফল হয়েছেন। মাল্টা চাষ করে এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছেন।
দেশের অনেক জেলায় বারি-১ জাতের মিষ্টি মাল্টা ফলছে। কিন্তু আমের জন্য বিখ্যাত জেলায় হলুদ রঙের রসালো মাল্টা চাষ করে চমক দেখিয়েছেন মতিউর রহমান।
মতিউর রহমান বলেন, গ্রামের রুক্ষ ভূমিতে প্রায় ২শত মাল্টা চারা রোপন করি। এখন সেই রুক্ষ ভূমিতে রোপন করা মাল্টা চারায় শত শত মাল্টা ঝুলে আছে। মাল্টার ভারে গাছ নুয়ে পড়ছে। তার বাগান দেখতে প্রতিদিন এলাকার মানুষ ভীড় করে।
মাল্টার কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, তার বাগানের মাল্টা সবচেয়ে সেরা। বিশেষজ্ঞরাও তার কথার সাথে দ্বিমত করছেন না।
বাগানে আধুনিক প্রযুক্তির ব্যবহারেও উৎসাহী মতিউর। মাল্টা আকর্ষনীয় রঙের করতে ফ্রুট ব্যাগিং করেছেন। প্রায় ৬১ বিঘা জমিতে কয়েক খন্ডে পেয়ারা, ডালিম, আমসহ বিভিন্ন ফলের চাষ করছেন। নার্সারি করে চারাও উৎপাদন করছেন।
একসময়ের হতদরিদ্র মতিউর ফলের চাষ করে সাবলম্বি হয়েছেন। তার এই সাফল্য এলাকার মানুষের কাছে দারুণ গর্বের।