গভীর ষড়যন্ত্র হয়ে গেছে, আমি ভয় পাচ্ছি: শামীম ওসমান

রাজনীতি

আমি না থাকলে কারও কিছু যায় আসে না। আমি আল্লাহকে শপথ করে বলতে চাই, আমি ভয় পাচ্ছি। আমি এখন আমাকে নিয়ে স্বপ্ন দেখি না। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখি।

শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের নয়, তিনি সবার। বাংলাদেশে স্বপ্ন দেখার মতো আর কেউ নেই। কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, সামনে আমাদের কঠিন পথ অতিক্রম করতে হবে। দেশের ভেতরে গভীর ষড়যন্ত্র হয়ে গেছে। আমি কোরআনটা অ্যানালাইসিস করে পড়েছি, গত ২১ বছর ধরে পড়ি। শেখ হাসিনা এতিম, আল্লাহ এতিমদের হেফাজত করেন। এখানে আমাদের ছেলেদের গুলি করে মারা হয়েছিল।

লাশ নিয়ে পার্টি অফিসে শ্রদ্ধা জানাতে এসেও হামলার শিকার হলাম। সেখানেও আমাদের গুলি করা হলো। সেই লাশ থেকে আমরা ৭০ গুলি বের করেছিলাম। তিনি আরও বলেন, আমার বাবা ও মনসুর আলী চাচা এক রুমে ছিলেন। তাকে ওজু করতে দেয়নি। পাশের রুমে নিয়ে তাদের অফার করা হয়েছিল। তারা বলেছিল ‘আমরা মরে প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক’।

পরে তাদের হত্যা করা হয়। মাত্র ৩১ বছর বয়সে তিনি দেশে এসেছিলেন। তাকে তার ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। আজকে অনেকে মানবাধিকারের কথা বলে। সেদিন আবারও আসতে পারে। ষড়যন্ত্র এখনও হচ্ছে, আমি জাতির পিতার দুই কন্যার জন্য দোয়া চাচ্ছি এবং নিজের জন্য ক্ষমা চাচ্ছি। শামীম ওসমান বলেন, ২০০১ সালে আমাদের ওপর বোমা হামলা হলো। তখন আমার কথা অনেকে বিশ্বাস করেনি। ২০০৪ সালে ঠিকই শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হলো।

সেদিন যদি গ্রেনেডটা ট্রাকে ফুটত তাহলে আজ কি কেউ বেঁচে থাকত? থাকত না। আমরা রাজনীতি ছেড়ে চলে আসতে চেয়েছিলাম। বলেছিলাম আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বললেন, আমার বাবার স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশ সোনার বাংলাদেশ হবে, আমরা ক্ষুধামুক্ত হতে পারবো। এসময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *