গজল শোনার অপরাধে বেত্রাঘাতে জখম করল মাদ্রাসা ছাত্রকে

বাংলাদেশ

পাবনার বেড়া উপজেলায় মোবাইলে গজল শোনার অপরাধে মাদ্রাসা সুপারের বর্বরোচিত আচরণের শিকার হয়েছে এক শিক্ষার্থী। সারা পিঠে বেত্রাঘাতে জখম করা হয়েছে ওই কিশোরকে।

নির্যাতনের শিকার মো. শিহাব বেড়া পৌর এলাকার স্যানালপাড়ার সোহেল রানার ছেলে। বৃশালিখার রহিমা খাতুন মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার কিতাব বিভাগে পড়ছে সে।

শিহাব জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার আবাসিক রুমে সে তার বন্ধুর মোবাইল ফোন নিয়ে গজল শুনছিল। তখন মাদ্রাসা রহমতুল্লাহ এসে মোবাইল কেড়ে নিয়ে তাকে উপর্যুপুরি বেত্রাঘাত করতে থাকে। তার হাতে-পায়ে ধরলেও রক্ষা হয়নি। এভাবে তাকে শাসানোর পর ঘটনা কাউকে না জানাতেও বলে যান তিনি। খবর পেয়ে পরিবারের সদস্যরা সকালে মাদ্রাসায় যান। পরে শিহাবের দাদী মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বেড়া মডেল থানায় অভিযোগ দেন।

অভিযোগ স্বীকার করে মাদ্রাসা সুপার রহমতুল্লাহ বলেন, তাদের মাদ্রাসায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। কিন্তু তারপর মোবাইল বাজানোর অপরাধে ওই ছাত্রকে পেটানো হয়েছে।

মাদ্রাসার সভাপতি মুকুল হোসেন বলেন, তিনি ওই ছাত্রের পরিবারকে বলেছেন উভয়পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ছেলেটির পরিবারের অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *