“খালেদা জিয়াকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সরকার”

Uncategorized

সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বর্তমান সরকার সংকীর্ণতার উর্ধ্বে উঠতেই পারছে না মন্তব্য করে রিজভী বলেন, “সমস্ত মানবিকতাকে বিসর্জন দিয়ে প্রতিহিংসা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বাংলাদেশ থেকে স্বচ্ছ ও অবাধ নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা, অংশগ্রহণমূলক রাজনীতি, মৌলিক মানবাধিকার, মানবিক মর্যাদা, অন্যের প্রতি সম্মান মুছে ফেলার জন্যই দেশের গণতন্ত্রের প্রতীক গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে আ.লীগ। তাকে জেলবন্দী অবস্থায় পরিকল্পিতভাবে অসুস্থ করে সরকার। তার প্রতি সহানুভুতিশীল আচরণ দুরে থাক, উল্টো তার মানবাধিকার হরণ করা হয়েছে।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, নানাবিধ জটিল রোগে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গতকাল খালেদা জিয়ার মেডিকেল বোর্ডও তার শারীরিক অসুস্থতার বিষয়ে বিস্তারিত যা তুলে ধরেছেন তা সত্যিই উদ্বেগজনক। সেখানেও চিকিৎসকরা তার অবনতিশীল গুরুতর শারীরিক অবস্থার কথা বলে আসছেন। এক প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে বিএনপি চেয়ারপারসনের জীবন। দেশে চিকিৎসা দেয়ার মতো আর কোন কিছু বাকী নেই। বেগম খালেদা জিয়ার জীবন রক্ষা করতে হলে অবিলম্বে বিদেশে নিয়ে উন্নত ট্রিটমেন্ট দিতে হবে।

ফ্যাসিবাদ আজ উগ্র রুপ ধারণ করেছে বলেই দেশের বৃহত্তম দলের নেত্রী চিকিৎসাধীন অবস্থায় ধুকছেন মন্তব্য করে তিনি বলেন, “ফ্যাসিষ্টরা সহমর্মিতা, সহানুভুতির কোন ধার ধারে না। এরা নির্দয় দমন-পীড়ণে সকল সমালোচনা ও বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কাজেই ব্যাপৃত থাকে। বাংলাদেশের আওয়ামী ফ্যাসিবাদ এখন পৃথিবীতে দৃষ্টান্তহীন নির্মমতার ভয়ানক রুপে আত্মপ্রকাশ করেছে।”

এসময় বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে জোর দাবি জানান রিজভী।

তিনি জানান, আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১ টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *