নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের নিয়ে শেষ খেলা খেলতে চান দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নেতাকর্মীদের এজন্য মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
এসময় তিনি বলেন, দিনের পর দিন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন খালেদা জিয়া। তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ তিনি আজ জীবন-মরনের সন্ধিক্ষণে। বর্তমানে বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা প্রয়োজন। এ জন্য অবিলম্বে তাকে বিদেশ পাঠানো জরুরী। তারপরও সরকার বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসায় তাহলবাহনা করছে।
শামসুজ্জামান দুদু বলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। লড়াই শুরু করেছি, খেলা হবে মাঠে। নেত্রীর মুক্তির জন্য আমরা শেষ খেলা খেলবো। দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন-উর- রশিদ, রংপুর বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু প্রমুখ।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরের পর থেকেই গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে আসতে থাকে। কিন্তু সমাবেশস্থলের ঢোকার বিভিন্ন পথে বাঁধা দিয়ে লাঠিচার্জ করে পুলিশ। এতে মিছিলগুলো ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া স্টেশন রোডের কাঠপট্টি এলাকায় একটি বিশাল মিছিল বের করে জেলা যুবদলের নেতাকর্মীরা। কিন্তু সেই মিছিলেও পুলিশ বাঁধা দেয়। পরে নেতাকর্মীরা স্টেশনের ভিতর দিয়ে পায়ে হেটে দাস বেকারির মোড় হয়ে গণসমাবেশে অংশ নেয়।