ক্লাস ফোর-ফাইভের ছাত্র না আমরা কেউ: সাকিব

খেলা led

আমরা কেউ ক্লাস ফোর-ফাইভের ছাত্র না : সাকিব
সাকিব আল হাসান মানেই আলোচনার মধ্যমণি। এশিয়া কাপ ক্রিকেটে খেলতে যাওয়ার আগে সোমবার অফিসিয়াল সংবাদ সম্মেলনেও আলো ছড়ালেন জাতীয় দলের অধিনায়ক। স্বভাবসুলভভাবে কিছু প্রশ্নেরও উত্তর দিলেন রহস্য রেখে। আবার বিতর্ক হতে পারে জেনেও খোলামেলা কথা বললেন টি-টোয়েন্টির নতুন এই অধিনায়ক।

গত কিছুদিন ধরেই বদলে যাওয়ার একটা স্লোগান চলছে বাংলাদেশ ক্রিকেটে। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে দেশের ক্রিকেটকে নতুন করে সাজানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। তবে এমন কথা খুব একটা ভাল লাগছে না সাকিবের।

টি-টোয়েন্টির নেতৃত্বে আসা সাকিব সোমবার সংবাদ সম্মেলনে সাফ বলে দিলেন, ‘দেখুন, এখানে ক্লাস ফোর-ফাইভের ছাত্র কেউ না। কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব বেশি জরুরি না; সবাই নিজেদের কাজটা জানেন বলেই বিশ্বাস করি।’

সঙ্গে অধিনায়ক আরও যোগ করলেন, ‘এই পরিকল্পনাগুলো সাধারণত কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সঙ্গে পরিকল্পনা করেই করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না।’

সাকিব দীর্ঘদিন ধরে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। মাঠে কী করতে হবে সেটা ভাল করেই জানেন। তাইতো বিসিবিকেও শুনিয়ে দিলেন, ‘যেটা হচ্ছে যে, সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সেভাবেই তারা চেষ্টা করবে বলে আমি মনি করি। এর জন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নাই। আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে।’

২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ দল ২৩ আগস্ট বিকেল পাঁচটায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যাবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *