নিউজ ডেষ্ক- বন্দর দিয়ে আমদানি কমলেও ক্রেতা সংকটের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২-৩ টাকা। দাম কমায় স্বস্তি ফিরেছে পাইকারদের মধ্যে।
বন্দরসংশ্লিষ্টরা জানান, একদিন আগেও বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ২৯-৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৭-২৮ টাকায় নেমেছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, বাড়তি দামের কারণে দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজ বেচাকেনা কমে গিয়েছে। বন্দরে যেসব পাইকার পেঁয়াজ কিনতে আসতেন, তারাও আগের মতো আসছেন না। এতে আমদানীকৃত ভারতীয় পেঁয়াজের চাহিদা নিম্নমুখী। গরমে পেঁয়াজ পচে নষ্ট হওয়ার আশঙ্কায় কম দামেই বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। সোমবার বন্দর দিয়ে ১৯টি ট্রাকে ৫৪২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। রোববার ২৭টি ট্রাকে ৭৮৯ টন ও শনিবার ৩৩টি ট্রাকে ৯১৯ টন আমদানি হয়েছিল।