নিউজ ডেষ্ক-ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিকুর রহিম। ছুটি নিয়েছেন পবিত্র হজ পালন করার জন্য। কাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ও ছেলের সঙ্গে কিছু ছবি পোস্ট করেছেন। কোনো ক্যাপশন নেই। বোঝা যাচ্ছে ছবিগুলো তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের। পরিবারের সঙ্গে ভালো সময় কাটছে তার। এদিকে দুবাইয়ে ছুটি কাটিয়ে তামিম ইকবালের পরিবারসহ আজ দেশে ফেরার কথা। শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুর যাওয়া সাকিব আল হাসানেরও আজ দেশে ফেরার কথা রয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে সপরিবারে উড়াল দিয়েছেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। রোববার পরিবার নিয়ে থাইল্যান্ড গেছেন তাইজুল ইসলাম। খেলার ফাঁকে খুব বেশি পরিবারকে সময় দেওয়ার সুযোগ হয় না ক্রিকেটারদের। তাই সময় পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তারা। সাকিব দলের সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন। এখন পর্যন্ত এটাই পরিকল্পনা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দলের প্রথম ধাপে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ৩ জুন। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও ভ্রমণের মুডে রয়েছেন। নাসির হোসেন ও সাব্বির রহমান যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে ঘুরছেন।