নিউজ ডেষ্ক- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক।
আজ (শুক্রবার) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএসএমএমইউ’র বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
এ বিষয়ে তিনি বলেন, “সময়ের সাথে সাথে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। চাইলেই তিনি এখন বাসায় ফিরে যেতে পারেন। তবে আমরা বলেছি সার্বিক পর্যবেক্ষণের জন্য আরও দুই একদিন হাসপাতালে থাকতে। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করা সম্ভব হবে।”
ডা. আতিকুর রহমান বলেন, “আমরা মনে করি এ অবস্থায় ওনার এখন (ওবায়দুল কাদের) পর্যাপ্ত বিশ্রাম দরকার। তিনি যে কর্মমুখী মানুষ, হাসপাতাল থেকে বের হয়ে গেলেই আবার নানা কাজে ব্যস্ত হয়ে পড়বেন। আবার এ মুহূর্তে বাসায় চলে গেলে শারীরিক পরীক্ষার জন্য পুনরায় আসতে হবে, তাই বলেছি আপাতত কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার জন্য। এরপর ওনি বাসায় গেলে ভালো হবে।”
এর আগে গত বছরের ৩১ জানুয়ারিতে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউ-তে ভর্তি হন ওবায়দুল কাদের। ওইদিন ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। বৈঠকে যোগ দিতে সকাল ১০টার দিকে সেখানে পৌঁছান ওবায়দুল কাদের। সে সময় শ্বাসকষ্ট অনুভব হওয়ায় ১০ মিনিট পর কার্যালয় থেকে বের হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যান তিনি।