নিউজ ডেষ্ক-বিশ্বকাপের সুর বেজে উঠেছে। দলগুলো জানতে শুরু করেছে ২০২২ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রতিপক্ষ। লিওনেল মেসির আর্জেন্টিনা তুলনামূলক ‘সহজ’ এক গ্রুপেই পড়েছে। দুই বারের বিশ্বকাপজয়ীরা আছে সি গ্রুপে।
আজ রাতে কাতারের দোহা দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশনে এক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয় বিশ্বকাপের ড্র। ২০২২ বিশ্বকাপের এই ড্রয়ে মেসির আর্জেন্টিনা আছে সি গ্রুপে। সেখানের বাকি দলগুলো হলো সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।