কত রক্ত চাই আপনার: ছাত্রদল

রাজনীতি

নিউজ ডেষ্ক- ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল বলেন, ‘শেখ হাসিনা, আপনি আমাদের আদর্শিক মাকে নিয়ে কটূক্তি করে আমাদের হৃদয়ে আঘাত করেছেন। কত রক্ত চাই আপনার? ছাত্রদল রক্ত দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু আমাদের আবেগ, আমাদের আদর্শিক মা বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবেন না।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ‘হত্যার হুমকিস্বরূপ’ এবং ‘কুরুচিপূর্ণ’ দাবি করে এই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর করা মন্তব্যকে কটূক্তি উল্লেখ করে বলেন, আপনি কত রক্ত চান, ছাত্রদল দিতে প্রস্তুত আছে। তবুও বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করবেন না।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন করে ছাত্রদল। মিছিল শেষে তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জুয়েল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যই আপনি ওয়ান ইলেভেনে বাংলার মাটিতে ফিরে এসে রাজনীতি করতে পেরেছেন। সেই দেশনেত্রীকে নিয়ে কটূক্তি করতে আপনার বিবেকে নিশ্চয়ই লাগবে না। কারণ আপনি বিবেক বিবর্জিত একজন মানুষ।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা, আপনি আমাদের আদর্শিক মাকে নিয়ে কটূক্তি করে আমাদের হৃদয়ে আঘাত করেছেন। কত রক্ত চাই আপনার? ছাত্রদল রক্ত দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু আমাদের আবেগ, আমাদের আদর্শিক মা বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবেন না।’

এ সময় ছাত্রদল নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘মুখের ভাষা শালীন করো, নইলে তুমি গদি ছাড়ো’ স্লোগান দেন।

সমাবেশ থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য এবং ছাত্রদল সভাপতির উপর বারবার অযাচিত হামলার প্রতিবাদে সোমবার সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দেন ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে এই ছাত্রনেতা বলেন, শেখ হাসিনা পুলিশকে রাষ্ট্রীয় কাজে না লাগিয়ে, অপব্যবহার করে আওয়ামী লীগের কাজে লাগাচ্ছে।

এই নেতা বলেন, ‘পুলিশ ভাইয়েরা, আপনারা আমাদের প্রতিপক্ষ নন। তবে আঠারো কোটি মানুষ বনাম আপনারা খেলবেন কি না সেটা আপনাদের সিদ্ধান্ত।’

আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ নেতাকর্মীদের চ্যালেঞ্জ করে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের যদি রাজনৈতিক সক্ষমতা থাকে তাহলে প্রশাসন ভাইদের নিরপেক্ষ রেখে একবার যুদ্ধের মাঠে আসুন। সেই যুদ্ধের প্রস্তুতি ছাত্রদলের রয়েছে। সেই যুদ্ধ হবে গণমানুষের পক্ষের যুদ্ধ।

‘তোমরা ওপেন ঘোষণা করো, কোথায় তোমরা জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিহত করতে চাও? কথা দিচ্ছি, ছাত্রদল সেখানেই প্রস্তুতি গ্রহণ করে তোমাদের জন্য প্রতিরোধ গড়ে তুলবে।’

বিক্ষোভ মিছিল এবং পরের সমাবেশে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাবি শাখাসহ বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *