গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একই স্টেডিয়ামে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। সেই ম্যাচের পর এই প্রথম দুই দল একে অপরের মুখোমুখি হবে।
পাকিস্তানের কাছে হারের পরই ভারত বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তবে, সেসব এখন অতীত। বিশ্বকাপের পর থেকে ভারত দারুন ফর্মে রয়েছে, সাতটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত রয়েছে।
এদিকে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছেন রোহিত শর্মারা। তাই এশিয়া কাপের শিরোপা জেতার ক্ষেত্রে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে। আজ রাতে দুবাইয়ে দুই প্রতিদ্বন্দ্বী মাঠে নামলে ভারতের ফর্ম এবং পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটের অভাব গৌণ বিষয় হয়ে উঠবে। ইতিমধ্যে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।
পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।