এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করতে বাংলাদেশের চাই এক জয়

খেলা breaking subled

নিউজ ডেষ্ক- চলতি এশিয়া কাপে আগামীকাল মঙ্গলবার আফগানদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশন শুরু করে দলটি। উদ্বোধনী ম্যাচে দাসুন শানাকা বাহিনীর বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় আফগানিস্তান।

এদিকে বি-গ্রুপের লড়াই জমিয়ে দিয়েছে আফগানিস্তান। তারা উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে নেট রান-রেট এতটাই বাড়িয়ে নিয়েছে যে, আফগানদের সুপার ফোরে যাওয়া কার্যত নিশ্চিত বলে মনে হচ্ছে। এক্ষেত্রে শ্রীলঙ্কা রয়েছে প্রবল চাপে। তারা যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে না পারে, তবে লিগ পর্বেই শেষ হয়ে যাবে সিংহলিজদের এবারের এশিয়া কাপ অভিযান।

অবশ্য সেক্ষেত্রে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফল কী হয়- সেদিকেও নজর রাখতে হবে শ্রীলঙ্কাকে। আর যদি বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা হেরে যায়, তবে বি-গ্রুপ থেকে আফগানিস্তান ও বাংলাদেশ সুপার ফোরে যাবে। তখন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে যে দল জিতবে, সেই দলই বি গ্রুপে এক নম্বর দলের মর্যাদা পাবে।

দেখে নিন পয়েন্ট টেবিল- বি-গ্রুপ:

১. আফগানিস্তান: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট +৫.১৭৬)।
২. শ্রীলঙ্কা: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -৫.১৭৬)।
৩. বাংলাদেশ: ম্যাচ-০, জয়-০, হার-০, পয়েন্ট-০ (নেট রান-রেট ০.০০০)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *