নিউজ ডেষ্ক- ইসরাইলের পার্লামেন্ট নেসেট বৃহস্পতিবার ভেঙে দেওয়া হয়েছে। দেশটির এমপিরাই এ সিদ্ধান্ত নিয়েছেন।
ফলে গত চার বছরে এ নিয়ে পাঁচবার পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো। খবর বিবিসির।
ইয়াইর লাপিদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন। তিনি বিদায়ী জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। শুক্রবার মধ্যরাতে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
বর্তমান সরকারের এক বছর পূর্ণ হওয়ার আগেই দেশটির সরকারের পতন হলো।
১২ বছরের ক্ষমতায় থাকার পর বেনজামিন নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই আবার ভোটের পথে হাঁটল ইসরাইল।
১ নভেম্বর ইসরাইলে আবারও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।