বাংলাদেশের এস এম শাহিন আলম ও শেখ শাকিল হোসেন নামের দুই তরুণ চাঁদের দেশে জমি কিনেছেন এমন দাবির পর এবার সেই চাঁদের দেশে জমি কেনা নিয়ে আলোচনায় আসলেন দেশের বর্তমান সময়ে আলোচনা-সমালোচনায় থাকা ভাইরাল হিরো আলম।
তবে বাস্তবে না হলেও একটি এই পূজোয় “বাজী” নামক একটি ওয়েব ফিল্মে হিরো আলমের গার্লফ্রেন্ডকে গিফট করতে দেখা যাবে। ওয়েব ফিল্মেটিতে আরও অভিনয় করতে দেখা যাবে সাংবাদিক আকাশ নিবিরকে।
হিরো আলম তার ভেরিফাই ফেসবুক পেইজে লেখেন- “চাঁদের দেশে সবাই জায়গা কিনলে আমি কেন বাদ থাকবো। আমার মনে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা। আমি অনেক কিছু চিন্তা-ভাবনা করে দেখলাম। আমাদের দেশের কিছু লোক যদি চাঁদের দেশে গিয়ে বসবাস করে।
এটা তো খুশির খবর। তাহলে বাংলাদেশে কিছুটা যানজট মুক্ত হবে এবং কিছু বেকার লোকের কর্মস্থান হবে। তাই সবাইকে বলছি যার যার সমর্থ আছে, সবাই চাঁদের দেশে জায়গা কিনুন। আর যদি ঘটনাটি সত্যি হয় তাহলে আমিও কিনবো ইনশাআল্লাহ।”