এবার আরেক ‘মা’ খাবার নিয়ে এলেন পরীর জন্য

বিনোদন breaking subled

নিউজ ডেষ্ক- ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মাতৃত্বকালীন অবকাশের জন্য চলচ্চিত্র থেকে বর্তমানে দূরে রয়েছেন তিনি । আপাতত শুধু নতুন অতিথির অপেক্ষায় পরীমনি। আর এই সময়ে কাছের মানুষজনও তার বাড়তি যত্ন নিচ্ছেন। এছাড়া পরীর মাতৃত্বকালীন সময়ে ভালোবাসা আর উপহার নিয়ে হাজির হচ্ছেন সিনে অঙ্গনের অনেকেই। কিছুদিন আগেই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার জন্য উপহার পাঠিয়েছেন। সেটা পেয়ে আপ্লুত হন পরী। এরপর অভিনেত্রী শিল্পী সরকার অপু নিয়ে আসেন হরেক রকম খাবার, ফুল ও শাড়ি। এসব ভালোবাসায় আপ্লুত হন পরী। জানান, অপুকে তিনি মায়ের মতো ভালোবাসেন।

তবে এবার পরীমণির জন্য নানারকম খাবার রান্না করে নিয়ে এলেন তার আরেক ‘মা’ চয়নিকা চৌধুরী। অন্তঃসত্ত্বা পরীর পাতে খাবার তুলেও দেন এই নির্মাতা। ওই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন পরীর স্বামী, অভিনেতা শরিফুল রাজ। ছবি পোস্ট করে পরীমণি ফেসবুকে লিখেছেন, ‘তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্যে আসলেই কঠিন কিছু হয়ে যায় সবসময়। কী যে লিখতে চাই, সেসব ঠিক লিখতেই পারি না কখনো! আমার এই মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কত যত্ন করেছো সবসময়! এসবের কৃতজ্ঞতা কি আর এমনিই এমনিই বলা হয়ে যায় বলো! মায়েরা এমনই তাই না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হবো দেখো। মন ভরে দোয়া দিও… এভাবেই।’

পরী আরও লেখেন, ‘তার এত ব্যস্ততার মাঝেও আমার জন্য এসব করতে ভুল নেই। মা শোনো, আই লাভ ইউ অনেক অনেক অনেক।’ চয়নিকা চৌধুরীকে মা বলেই সম্বোধন করেন পরীমণি। এই নির্মাতার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছেন পরী। সেই থেকে তাদের মধ্যে দারুণ সম্পর্ক। পরীর দুর্দিনেও সর্বদা পাশে ছিলেন চয়নিকা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *