নিউজ ডেষ্ক- এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। করোনাসৃষ্ট মাহামারির কারণে দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। বিরতী ভেঙে নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই নায়িকা।
এদিকে, নায়িকা ববি কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও সামিল হওয়ার চেষ্টা করেন এ নায়িকা। মঙ্গলবার (৫ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত একটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন এই অভিনেত্রী।
জানা যায়, ৫ এপ্রিল ছিল ববির বাবা মরহুম কে এম ইমামুল হকের মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি মারা যান। বাবার জন্য দোয়া ও মোনাজাতের অংশ হিসেবেই এদিন বিকেলে মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত ‘মিফতাহুল উলূম মাদ্রাসা’য় হাজির হন তিনি। দোয়া ও মোনাজাতের পাশাপশি সেখানে ৫০ জনের অধিক এতিম শিশুর সঙ্গে ইফতার করেন নায়িকা।
এতিম শিশুদের সঙ্গে ইফতারের কিছু ছবি আজ (৬ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ববি। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! কী যে শান্তি তাদের সাথে’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। ছবিতে দেখা যায় এতিম শিশুদের সঙ্গে এক কাতারে বসেই ইফতার করছেন তিনি। মুহূতেই সে পোস্টে লাইক-কমেন্টের জোয়ার বইতে শুরু করে। সবাই ববির এমন উদ্যোগের প্রশংসা করেছেন।