এক লাখ ২৫ হাজার টন সার বিভিন্ন দেশ থেকে কিনবে সরকার

জাতীয়

নিউজ ডেষ্ক- বিভিন্ন দেশ থেকে এক লাখ ২৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য মোট ব্যয় হবে প্রায় এক হাজার ১০ কোটি ৮৩ লাখ টাকা। কাতার, সৌদি আরব, তিউনিসিয়া ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে কেনা হবে এসব সার।

বুধবার (১১ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২২১ কোটি ২৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা ব্যয়ে মুনতাজা, কাতার থেকে ১৬তম লটে ৩০ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

২২৬ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা ব্যয়ে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৭তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব আরও জানান, টেবিলে দুটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। দুটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাব দুটি হলো- কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে মেইড ইন সৌদি আরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করবে সরকার। প্রতি টনের দাম এক হাজার আট দশমিক ৫০ ডলার। এতে মোট ব্যয় হবে ৩৪৮ কোটি ৯৪ লাখ টাকা।

এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে তিউনিসিয়া ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২৫ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন। প্রতি টনের দাম ৯৮৯ ডলার। এতে ব্যয় হবে প্রায় ২১৩ কোটি ৮৭ লাখ টাকা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *