একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-ছেলে-মেয়ে-নাতি!

বাংলাদেশ

নিউজ ডেষ্ক– এবার একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-ছেলে-মেয়ে-নাতি! ৫০ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় বসেছিলেন মো. সিরাজুল ইসলাম। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। পরীক্ষায় বসা থেকে আলোচনায় ছিলেন সিরাজুল। তার ফল শোনার জন্য আগ্রহের কমতি ছিল না ইউনিয়নবাসীর।

অবশেষে আজ রবিবার সেই প্রতীক্ষার অবসান ঘটে। চট্টগ্রাম বোর্ড থেকে প্রকাশিত ফলে তিনি পাস করেছেন। তার সঙ্গেই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন তার এক ছেলে এবং মেয়ে। এখানেই শেষ নয় বড় মেয়ের ছেলেও (নাতি) পরীক্ষা দেন নানা সিরাজুলের সঙ্গে। ছেলে-মেয়ে এবং নাতির সঙ্গে পরীক্ষায় পাস করায় সাবেক ইউপি চেয়ার‍ম্যান সিরাজুল ভাসছেন প্রশংসায়।

খোঁজ নিয়ে জানা যায়, সিরাজুল ইলামের ছয় মেয়ে এবং এক ছেলে। এবারের এইচএসসি পরীক্ষায় ছোট মেয়ে মাহমুদা সিরাজ খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে পেয়েছেন জিপিএ ৪ দশমিক ১৭।

একমাত্র ছেলে হাফেজ নেসার উদ্দিন আহম্মেদ চট্টগ্রাম বাইতুশ শরফ কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেন। তিনিও মাদরাসা বোর্ড থেকে জিপিএ৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সিরাজুল ইসলামের বড় মেয়ের ছেলে (নাতি) নাজমুল হাসান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৪ দশমিক ৬৭ পেয়ে পাস করেছেন।

তবে বড় চমক সিরাজুল ইসলাম (৫০) নিজেই। তিনি খাগড়াছড়ি ইসলাসিয়া সিনিয়র আলিম মাদরাসা থেকে আলিম (প্রাইভেট) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সিরাজুলের প্রাপ্ত জিপিএ ২ দশমিক ১৪। এতেই খুশি তিনি এবং তার পরিবার।

এই বয়সে কেন পরীক্ষা দিলেন? এমন প্রশ্নের উত্তরে দিলেন সিরাজুল ইসলাম বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার বয়স। আমার আগ্রহ ছিল বলেই পরীক্ষা দিয়ে পাস করেছি। যাতে আমাকে দেখে অন্যরাও উৎসাহ পাবে এই ভাবনা থেকে পরীক্ষায় অংশ নিয়েছি। ‘

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *