নিউজ ডেস্ক- সরকারের একজন প্রতিমন্ত্রীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের কথোপকথনের অডিও নিয়ে রীতিমতো দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে চলছে। আর সেই অডিও নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ইমন।
ফাঁস হওয়া অডিওর সত্যতা নিশ্চিত করে ইমন বলেন, “বিষয়টি নিয়ে সত্যিই বিব্রত বোধ করছি। আর এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হবে সেটা কখনও চিন্তাও করিনি। একজন মন্ত্রী ফোন দিলে তার সাথে যেভাবে কথা বলা উচিত আমি কিন্তু সেভাবেই বলেছি। তার সঙ্গে তখন আমার কীভাবে কথা বলা উচিত ছিলো সেটা আমি বুঝে উঠতে পারিনি।”
ইমন আরও বলেন, “ঘটনাটা কিন্তু দুই বছর আগের। আমরা দুজন তখন একটা শুটিংয়ের প্রস্তুতিতে ছিলাম। তখন উনি (প্রতিমন্ত্রী) হঠাৎ আমাকে ফোন দিয়েছেন। একজন মন্ত্রী আমাকে বারবার ফোন দিচ্ছে, আমি কিন্তু বলেছি, হ্যা ভাই আসতেছি। দেখছি ভাই। তখন খারাপ কিছু কিন্তু বলিনি। এর মধ্যে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি, দু’মিনিট ভাইয়া, নামছি।”
মাহিকে নিয়ে যাওয়ার বিষয়ে ইমন বলেন, “আমি কি কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাব? আপনার কী মনে হয়? এমন কোনো অভিযোগ কেউ আমার বিরুদ্ধে বলতে পারবে? আমি যে তাকে (মাহি) নিয়ে গেছি- এমন কোনো কথা কিন্তু সেখানে নেই। আমি মাহিকে নিয়ে যাইনি। আমি শুধু বিষয়টা ট্যাকল দেওয়ার চেষ্টা করেছি। আমাকে তো আপনারা সবাই চেনেন। আমি চাই আমাকে যেন কেউ ভুল না বোঝে।”
এ বিষয়ে বক্তব্য জানতে চিত্রনায়িকা মাহির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, গত মাসের শেষ দিকে ওমরাহ পালনের জন্য স্বামীকে নিয়ে সৌদি আরব গিয়েছেন মাহি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন সৌদিতে। সেখানে মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক সময় পার করছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। যার প্রমাণ মেলে মাহির ফেসবুক ঢু মারলেই।