নিউজ ডেষ্ক- বাংলাদেশ দলে চলছে চোটের মিছিল। সেরা বোলিং আক্রমণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া অসম্ভব। তার মধ্যে দলের সেরা ব্যাটার মুশফিকুর রহিম হজ করার জন্য এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে মি. ডিপেন্ডেবলকে পাচ্ছে না বাংলাদেশ।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, মুশফিকের ছুটির আবেদন তারা মঞ্জুর করেছেন।
মুশফিক রয়েছেন দারুণ ফর্মে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে করেছেন অসাধারণ এক সেঞ্চুরি। ছুঁয়েছেন ৫ হাজার রানের মাইলফলক। ২৩ মে মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টেও তার ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ।
এই ম্যাচ খেলে এক সপ্তাহের বিশ্রাম নিয়ে ক্যারিবিয়ান দীপপুঞ্জে যাবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ১৬ জুন। সফরে দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।