ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিল আইআরজিসি

আন্তর্জাতিক

ইহুদিবাদী ইসরাইলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না ঘটাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি। গতকাল (বুধবার) সন্ধ্যায় রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইসরাইলকে সাবধান করে বলেন, “আমরা শুধু আমাদের শহীদদের কবর এবং দাফন অনুষ্ঠান করবো না বরং তাদের হত্যাকাণ্ডের তাৎক্ষণিক জবাব দেবো।”

আইআরজিসি কমান্ডার বলেন, এটি ইহুদিবাদী ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরান প্রসঙ্গে যদি ইহুদিবাদী ইসরাইল আবার কোন রকমের ভুল করে তাহলে তাদেরকে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হবে।

কয়েকদিন আগে সিরিয়ায় আইআরজিসি’র দুই সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন। এর জবাব হিসেবে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। ওই হামলায় মোসাদের কয়েকজন কর্মকর্তা নিহত হন।

সূত্র: পার্সটুডে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *