নিউজ ডেষ্ক- বর্তমান বিশ্বের শীর্ঘ ধনী ব্যক্তি ইলন মাস্ক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনতে কয়েক হাজার কোটি ডলারের প্রস্তাব দিয়েছেন তিনি। অন্যদিকে অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন শ্রীলঙ্কানরা। খেয়ে, না খেয়ে দিন পার করছেন তারা।
এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, মাস্ক চাইলে শ্রীলঙ্কার ঋণ পরিশোধ করতে পারেন। আবার অনেকেই এটিকে পুঁজিবাদ ও অর্থনৈতিক বৈষম্যের আদর্শ উদাহরণ হিসেবে দেখছেন।
কিছুদিন আগে টুইটারের নয় শতাংশ শেয়ার কিনে হইচই ফেলে দিয়েছিলেন মাস্ক। কিন্তু এরপর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলে আবারও এ নিয়ে আলোচনা শুরু হয়। পুরো টুইটারের মালিকানার জন্য প্রস্তাব দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টুইটার কিনতে ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার খরচ করতে রাজি মাস্ক। অন্য মাধ্যমগুলো বলছে ৪ হাজার ৩০০ কোটি ডলার। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে শ্রীলঙ্কার নাম। কেউ এ নিয়ে মজা করছেন আবার কেউ করছেন সমালোচনা।
স্ন্যাপডিল সিইও কুনাল বাহল টুইট করেছেন, ইলন মাস্ক টুইটার কিনতে চান ৪ হাজার ৩০০ কোটি ডলারে। শ্রীলঙ্কার ঋণ ৪ হাজার ৫০০ কোটি ডলার। তিনি দেশটি কিনে নিতে পারেন আর নিজেকে ‘সিলন মাস্ক’ বলতে পারেন (সিলন শ্রীলঙ্কার পূর্বনাম)।
মাসুদ জাহিদ নামে কলম্বোর এক বাসিন্দা বলেছেন, আপনি এর (টুইটার) বদলে শ্রীলঙ্কা কিনতে পারেন? আমরা এই মুহূর্তে ৪ হাজার ৩০০ কোটি ডলার দিয়ে চালিয়ে নিতে পারবো।
এদিকে কেবল একজন মানুষ একটি দেশের ঋণ শোধ করার মত ক্ষমতাবান হওয়া সম্পদ পুঞ্জিভূতকরণ মোটেও শুভ নয় দাবি করছেন অনেকে। সঞ্জয় নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক টুইটার কিনতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছেন। আর শ্রীলঙ্কা ৪ হাজার ৫০০ কোটি ডলার ঋণ মেটাতে হিমশিম খাচ্ছে। এই পৃথিবীতে মৌলিকভাবেই কিছু সমস্যা রয়েছে। সূত্র: জি নিউজ, রয়টার্স