ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে ছোট পদক্ষেপ’ও যদি ইসরায়েল নেয় তাহলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার (১৮ এপ্রিল) সেনাদিবসে ইসরায়েলের বিরুদ্ধে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খবর আল-জাজিরার
ইরানের সশস্ত্র বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে বক্তৃতার সময় রাইসি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, যদি ইসরায়েল ইরানের জাতির বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপও নেয়, তাহলে ইহুদিবাদী শাসনের কেন্দ্র হবে আমাদের সশস্ত্র বাহিনীর গন্তব্য।
তিনি বলেন, আপনারা এ অঞ্চলের কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় আছেন, আপনার অবশ্যই জানতে হবে, আপনাদের সামান্য নড়াচড়াও আমাদের গোয়েন্দা, নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর কাছে লুকানো থাকে না।
গত মাসে ইরান ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান দাবি করেছিল, যে স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয় সেটা ব্যবহার করত ইসরায়েল। যদিও স্বশাসিত কুর্দিস্তানের গভর্নর ইসরায়েলের উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন।