ইভিএম সরকারের ক্ষমতা ধরে রাখতে নতুন ফন্দি: রব

বাংলাদেশ

নিউজ ডেষ্ক-জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নয় বরং ক্ষমতা ধরে রাখার সরকারের নতুন ফন্দি।

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সরকারের ঘোষণার প্রতিক্রিয়ায় আজ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, নির্বাচনকে কেবল ক্ষমতায় যাওয়ার উপায় হিসেবে ব্যবহার করার ফলে একদিকে রাষ্ট্রের মালিকানা থেকে জনগণকে অপসারিত করা হয়েছে অন্যদিকে বাংলাদেশকে গভীর সংকটে নিমজ্জিত করা হয়েছে। নির্বাচনহীনতার সংস্কৃতি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

কিন্তু বর্তমান সরকার এই বাস্তবতা উপলব্ধি করার সক্ষমতা হারিয়েছে। জেএসডি সভাপতি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের ষড়যন্ত্র চক্রান্ত রাষ্ট্রকে নতুন করে বিপজ্জনক পর্যায়ে উপনীত করবে। শুধু ক্ষমতাকে আঁকড়ে থাকার উন্মাদনা কোনোক্রমেই গ্রহণীয় নয়। সরকারের উচিত দ্রুত পদত্যাগ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথকে প্রশস্ত করে রাষ্ট্রকে সংকট থেকে উদ্ধার করা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *