ইতালির বিপক্ষে আমরা নিজেদের পরখ করে দেখব: লাওতারো মার্তিনেজ

খেলা

রাজনীতি: বাছাইয়ের বৈতরণী পার হওয়ার পর্ব শেষ। কিন্তু আসল কাজ তো বাকি। ২০২২ কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে তাই প্রতিটি মিনিট, প্রতিটি প্রস্তুতি ম্যাচকে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করছে আর্জেন্টিনা।

ইতালির বিপক্ষে মর্যাদার লড়াই সামনে রেখে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার ভাবনা জানালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত বছর ইউরোতে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও

কাতার বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি ইতালি। ইন্টার মিলান তারকা মার্তিনেজের চোখে অবশ্য ইতালি ইতালিই। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের পরখ করে নিতে চান তিনি,

‘বিশ্বকাপে তারা যেতে পারছে না, এ বিষয়টি বাদ দিলে ইতালি তো ইতালিই। আমরা কী অবস্থায় আছি, সেটা দেখতে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইতালির বিপক্ষে আমরা নিজেদের পরখ করে দেখব। করোনা মহামারির কঠিন সময়ে আমরা ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলতে পারিনি।’

গত বছর কোপা আমেরিকা জিতে দীর্ঘদিনের শিরোপাখরা কাটিয়েছে আর্জেন্টিনা। এবার অধিনায়ক লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান মার্তিনেজ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। অনেকের দৃষ্টিতে দুবারের বিশ্ব চাম্পিয়নরা গ্রুপ পর্বে মসৃণ পথ পেয়েছে। তবে মার্তিনেজ তা মানতে নারাজ, ‘বিশ্বকাপে আমাদের সব প্রতিপক্ষ কঠিন। এটা আমার প্রথম বিশ্বকাপ। ভালো করতে সেরা প্রস্তুতির কোনো বিকল্প নেই। যতক্ষণ আমরা একসঙ্গে আছি, প্রতিটি মিনিট, প্রতিটি ম্যাচ কাজে লাগাতে হবে। নিজেদের সেরাটা বের করে আনতে হবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *