৫ম ধাপের ন্যায় ৬ষ্ঠ ধাপের নির্বাচনেও হবিগঞ্জ জেলায় নৌকার চরম ভরাডুবির ঘটনা ঘটেছে। ৬ষ্ঠ ধাপে জেলার বাহুবল উপজেলার ৭টি ও শায়েস্তাগঞ্জ উপজেলার ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৮টি ইউনিয়নের মাঝে নৌকা বিজয়ী হয়েছে মাত্র দুটিতে। নির্বাচনে এই চরম ভরাডুবির কারণ হিসেবে দলের নেতাকর্মীরা মন্তব্য করেছেন অযোগ্য প্রার্থীকে নৌকার মনোনয়ন দেওয়া এবং অধিক সংখ্যক বিদ্রোহী প্রার্থীর অংশগ্রহণ।
আজ সোমবার অনুষ্ঠিত নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নে নৌকার প্রতীকের প্রার্থী আব্দুস সামাদকে বিপুল ভোটে পরাজিত করেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ বিদ্রোহী বুলবুল খান। নির্বাচনে বুলবুল খান আনারস প্রতীকে পান ৫ হাজার ৮৪ এবং নৌকা প্রতীকের আব্দুস সামাদ পান ২ হাজার ১১৮ ভোট।
বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী মুদ্দত আলী বিজয়ী হন। ভাদেশ্বর ইউনিয়নে নৌকা নিয়ে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান বিজয়ী হন। স্নানঘাট, সাতকাপন, বাহুবল, লামাতাসী ও মীরপুর ইউনিয়নে নৌকা পরাজিত হয়।
বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ বলেন, বাহুবল উপজেলা বরাবরই নৌকার ঘাঁটি। কিন্তু এবার যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়া হবে বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকার চরম ভরাডুবির ঘটনা ঘটেছে। এই নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ না করলে আগামীতে দলের জন্য বড় ধরনের বিপদের সম্ভাবনা রয়েছে।