নিউজ ডেষ্ক- আর মাত্র দু’দিন পর (২৬ ডিসেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী হয়েছেন তার আপন ছোট ভাই মো. কামাল হোসেন। আ.লীগের চেয়ারম্যান প্রার্থী আজহারুলকে পরিবারের লোকজন তার নিজের বাসা থেকে বের করে দিয়েছেন।
বিষয়টি নিয়ে টাঙ্গাইলজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে চলছে। তার আত্মীয়স্বজনরাও আলাদা আলাদা পক্ষ নিয়েছেন। ভোটাররাও বিষয়টা নিয়ে বিব্রত হচ্ছেন, কাকে রেখে কাকে ভোট দেবেন।
মগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম ছাড়াও তার ছোটভাই মো. কামাল হোসাইন চশমা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন। তিনি সদর থানা আ.লীগের একজন সদস্য।
এছাড়াও অপর দুই বিদ্রোহী প্রার্থী হচ্ছেন আনারস প্রতীক নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোতালিব হোসেন এবং মোটরসাইকেল প্রতিক নিয়ে সদর উপজেলা যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম বুলবুল। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনজনকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে স্থানীয় আ.লীগ।
আজহারুল ইসলাম এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং একই সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বিও রয়েছেন তিনি। তাকে এবার লড়াই করতে হচ্ছে তার আপন ভাইসহ দলের তিন বিদ্রোহী প্রার্থীর বিপক্ষে।
ছোটভাই কামাল হোসাইন বলেন, “গত নির্বাচনের সময় বড়ভাই তাকে তার মায়ের সামনে কথা দিয়েছিলেন এবার চেয়ারম্যান পদে তিনি প্রার্থী না হয়ে আমাকে প্রার্থী করবেন। কিন্তু তিনি কথা রাখেননি। মাসহ অপর ছয় ভাই এবং বেশিরভাগ আত্মীয়স্বজনের তার প্রতি সমর্থন রয়েছে। এবার নির্বাচন করায় তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।”
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, “চতুর্থ ধাপে টাঙ্গাইলের তিন উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ৯৭ জন। সাধারণ সদস্য প্রার্থী ৬৮৫ জন ও সংরক্ষিত প্রার্থী ২৩২ জন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৭ জন। নির্বাচনের সব প্রস্তুতি শেষ। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনে আশাবাদী।”