আহ্বান জানালেন জেলেনস্কি, নতুবা কঠিন হুঁশিয়ারি

আন্তর্জাতিক

অতিদ্রুত অর্থপূর্ণ শান্তি ও নিরাপত্তা আলোচনার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) ভোরে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, “রাশিয়ার জন্য এটাই একমাত্র সুযোগ নিজের ভুলের কারণে আক্রমণ চালানোর মতো পদক্ষেপ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার।”
“এখনই সময় বৈঠকে বসার, এখনই আলোচনার সময় এবং এখনই সময় আঞ্চলিক অখণ্ডতা এবং ইউক্রেনের জন্য ন্যায়বিচার পুনরুদ্ধারের,” যোগ করেন জেলেনস্কি।

“অন্যথায়, রাশিয়ার এমন ক্ষতি হবে যা পূরণ করতে কয়েক প্রজন্ম লেগে যাবে,” হুঁশিয়ারি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ২৪তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *