আল-আকসা মসজিদ রক্ষায় মুসলিম ফিলিস্তিনিদের পাশাপাশি জীবন দেবে খ্রিস্টানরাও

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, মুসলিম ফিলিস্তিনিদের পাশাপাশি খ্রিস্টানরাও আল-আকসা মসজিদের রক্ষায় জীবন দেবে। তবুও ইসরায়েলি দখলদারদের কাছে আল-আকসা মসজিদের চাবি হস্তান্তর করবে না। জেরুজালেম জাস্টিস অ্যান্ড পিসের ওয়ার্ল্ড পপুলার অর্গানাইজেশনের প্রধান ফাদার ম্যানুয়েল মুসাল্লাম এ কথা বলেছেন।

সম্প্রতি অনলাইনে একটি বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে, সেখানে ইহুদিদের পাসওভারের ছুটিতে আল-আকসা মসজিদে হামলা চালানোর আহ্বান জানানো হয়। এছাড়া মসজিদের আঙ্গিনায় পশু কুরবানি করার জন্যও আহ্বান জানায় চরমপন্থী ইহুদি গোষ্ঠী। যারা সেখানে কুরবানি করতে পারবে তাদের আর্থিক পুরষ্কার দেয়ারও ঘোষণা করা হয়।

মুসাল্লাম শপথ করে বলেন, জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদ এবং গির্জা অব হলি সেপুলচারের চারপাশে মাথা উঁচু করে আমরা শক্তিশালী হয়ে মরব। আমরা কোনো মূল্যে এই পবিত্র স্থানগুলোর চাবি হস্তান্তর করব না।

মুসাল্লাম জোর দিয়েছিলেন যে, আল-আকসা মসজিদের ভেতরে কথিত ইহুদি পবিত্র কুরবানি ‘প্রমাণ করে যে ইহুদিবাদীরা মসজিদটি দখল করতে, এটিকে ধ্বংস করতে এবং এর জায়গায় তাদের কথিত মন্দির তৈরি করার চেষ্টা করছে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, ‘এই মুহুর্তে নীরব থাকা ভবিষ্যতে আল-আকসা মসজিদকে রক্ষা করার আমাদের অধিকারকে নষ্ট করবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *