নিউজ ডেষ্ক- ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। একইসঙ্গে এই ধরণের কর্মকাণ্ড মুসলমানদের জন্য চরম অপমানজনক বলে হুঁশিয়ারি দিয়েছে আরব দেশগুলোর এই জোট।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। আল-আকসা মসজিদে সহিংসতার ঘটনায় প্রথমবারের মতো নীরবতা ভেঙেছে আরব লীগ।
সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদকে ঘিরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা ঘটে। মসজিদের ভেতরে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী কয়েক দফায় অভিযান চালানোয় ঘটেছে সহিংসতার ঘটনা। মুসলমানদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া ও পুলিশি নিরাপত্তায় ইহুদিদের ভেতরে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে আরব লীগ।
গতকাল বৃহস্পতিবার জর্ডানে আলোচনায় বসে আরব লীগের সদস্যরা। আলোচনায় ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন, পবিত্র রমজান মাসে ইহুদিরা প্রার্থনা চালিয়ে গেলে সহিংসতা আরও বাড়বে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৫ এপ্রিল) ফজরের নামাজের সময় মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় ১৫৮ জন ফিলিস্তিনি আহত হয়। এছাড়াও তিন শতাধিক ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়।