নিউজ ডেষ্ক- পবিত্র রমজান মাসে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নব নিযুক্ত খতিব মুফতি রুহুল আমীন। আজ শুক্রবার ১ এপ্রিল জুমার নামাজের খুতবায় তিনি এ আহ্বান জানান।
এ সময় খতিব মুফতি রুহুল আমীন বলেন, ‘যারা সত্যবাদী ব্যবসায়ী এবং আল্লাহর নবীর হুমুক মেনে ব্যবসা করেন, তাদের হাশর হবে আম্বীয়াদের সঙ্গে। আপনাদের (ব্যবসায়ীদের) কাছে দাবি, এই রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের গতি কেউ লাগাম টানতে পারবে না, আপনারাই পারবেন।
সিন্ডিকেট করবেন না। আল্লাহ আপনাদের বরকত দেবেন। লাভ হবে ইনশাল্লাহ, তবে লোভ করবেন না। দ্রব্যমূল্য যেন আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি।’এছাড়া রমজানে বেশি বেশি ভালো কাজ করার আহ্বান জানানোর পাশপাশি খারাপ কাজ ত্যাগ করার আহ্বান জানান খতিব মুফতি রুহুল আমীন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন তিনি।
এর আগে গতকাল ৩১ মার্চ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান চিঠি দেন মুফতি রুহুল আমীনকে। আজ শুক্রবার জুমার নামাজে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।