নিউজ ডেষ্ক- ইসলামি আমিরাতের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা বিশ্ব ও প্রতিবেশী দেশ উভয়ের দ্বারাই হামলার শিকার হচ্ছি। জাতীয় স্বার্থের কারণে আমরা এ পর্যন্ত সহ্য করেছি। কিন্তু এরপর থেকে এসব আর সহ্য করা হবে না। সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় বেশ কয়েকজন আফগান নিহত হওয়ার পর তালেবান সরকারের পক্ষ থেকে এ সতর্কবাণী উচ্চারণ করা হয়। খবর এনডিটিভি
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, আমরা আগ্রাসন সহ্য করতে পারি না। তারপরও জাতীয় স্বার্থের কারণে আমরা তা সহ্য করেছি। কিন্তু পরেরবার হয়তো আমরা তা সহ্য করবো না।
ইয়াকুবের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে। তিনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ। উভয় দেশের সরকার ও জনগণ সন্ত্রাসবাদকে একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করে এবং দীর্ঘকাল ধরে এই বিপর্যয়ের শিকার হয়েছে। আমাদের দুই দেশের প্রাসঙ্গিক প্রতিষ্ঠানগুলো অর্থপূর্ণ সম্পর্কে জড়িত। চ্যানেলগুলো সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং তাদের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতা করবে।
তালেবান প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে হামলার প্রতিবাদ জানায়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, খোস্ত এবং কুনারে পাকিস্তানি সামরিক হেলিকপ্টারের হামলায় ২০ শিশুসহ ৩৬ জন নিহত হয়েছেন।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে পাকিস্তানের সাথে ২ হাজার ৬০০ কিমি সীমান্তে অস্থিতিশীলতা দেখা গেছে। এর মধ্যে কাঁটাতার স্থাপন নিয়েও অসংখ্যবার দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন দেখা দিয়েছে। ছোটখাটো হামলা-পাল্টা হামলার ঘটেছে। এর মধ্যেই পাকিস্তান বড় আকারে খোস্ত ও কুনারে হামলা চালায়। ইসলামি আমিরাত এর কড়া প্রতিবাদ জানিয়েছে।