আর্জেন্টিনা-ইতালি ম্যাচের তারিখ চূড়ান্ত

খেলা

নিউজ ডেষ্ক– এ বছর মাঠে গড়িয়েছে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ। যেখানে কোপার শিরোপা উঠেছে আর্জন্টিনার হাতে। অন্যদিকে, ইউরো সেরার মুকুট জিতেছে ইতালি। এবার যদি এই দুই চ্যাম্পিয়ন দল মুখোমুখি হয় মাঠের লড়াইয়ে, তাহলে কেমন হবে? এবার এমনটিই হতে চলেছে। লিওনেল মেসির আর্জেন্টিনা ও জর্জিও চিয়েল্লিনির ইতালি এবার মুখোমুখি হতে যাচ্ছে লন্ডনে।

দুদলের মধ্যকার হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের পহেলা জুন। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর দু’দলের এই লড়াইয়ের নাম দেওয়া হয়েছে ‘ফাইনালিসিমা’। তবে লন্ডনের ঠিক কোন মাঠটিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি এখনো নির্ধারিত হয়নি।

এই বিষয়ে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলেন, “এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমরা আবারো মর্যাদাকর এই জাতীয় দলের ট্রফি শুরু করতে যাচ্ছি। উয়েফা এবং কনমেবলের মধ্যে সহযোগিতার অনেক পুরনো ঐতিহ্য রয়েছে। দুই মহাদেশের ক্লাব পর্যায়ের সেরা দলগুলো ১৯৬০ সাল থেকে মুখোমুখি হয়ে আসছে। যেটা ২০০৫ সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপের সঙ্গে যুক্ত হয়েছে।”

তিনি আরো বলেন, “তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকা ও ইউরোর চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে এমন কোনো সমঝোতা রক্ষা হয়নি। এক্ষেত্রে ফাইনালিসিমা হতে যাচ্ছে কনমেবল ও উয়েফার সহযোগিতার ক্ষেত্রে নতুন মাইলফলক।”

ইতালি-আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে কোটি কোটি ফুটবল ভক্ত। কেননা সাম্প্রতিক সময় দু’দলই রয়েছে নিজেদের সেরা ফর্মে। যেখানে মেসির নেতৃত্বে দীর্ঘ সময় পর বৈশ্বিক আসরে ট্রফি জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *