আমি সর্বকালের সেরা অফস্পিনার, মুরালি-নারিন নয়: ক্রিস গেইল

খেলা breaking subled

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় তারকার নাম ক্রিস গেইল। বয়স ৪৩ বছরের কাছাকাছি হলেও এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন ক্রিস গেইল। সর্বশেষ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ক্রিস গেইল। এরপর থেকে জাতীয় দলের থেকে বাইরে রয়েছেন তিনি। তবে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন ক্রিস গেইল।

টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান স্কোরার প্রস্তুতি নিচ্ছেন ক্যারিবিয়ানে হতে যাওয়া ৬০ বলের নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘সিক্সটি’-তে। এই প্রতিযোগিতার সবচেয়ে বড় তারকা গেইল। এই টুর্নামেন্টের শুরুর আগে নিজেকে খন্ডকালীন অফস্পিনার হিসাবে নিজেকে বোলিংয়েও বিশ্বসেরা দাবি করেছেন।

এদিকে ইউনিভার্স বস জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, “আপনি জানেন কি? আমার বোলিং সহজাত। মুরালি (মুত্তিয়া মুরালিধরন) নিশ্চিতভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার আছে সেরা ইকোনমি, এমনকি এইখানে সুনীল নারিনও আমার ধারেকাছে নেই।”

এখন সত্যিই কি তাই। টি-টোয়েন্টি ১৪৫৬২ রান করে ব্যাটিংয়ে সবার সেরা হলেও বোলিংয়ে কিন্তু বলার মতো কিছু করেননি গেইল। ৪৬৩ টি-টোয়েন্টি খেলে ৭.৬২ ইকোনমি রেটে ৮৩ উইকেট নিয়েছেন। সেখানে মুরালিধরন ১৭৯ উইকেট এবং নারিন নিয়েছেন ৪৬৩ উইকেট, ইকোনমি ৬.০২।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *