নিউজ ডেষ্ক- এক সময় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন ফাস্ট বোলার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে দলে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। সর্বশেষে জাতীয় দলের হয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। এছাড়াও এক বছর হয়ে গেছে বাংলাদেশ ওয়ানডে দল থেকে বাইরে রয়েছেন তিনি।
তবে ইনজুরি থেকে ফিরে অনুশীলন শুরু করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সুস্থ থাকতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের দলে রয়েছেন জাতীয় দলের এই তরুণ অলরাউন্ডার।
আজ মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে সাইফুদ্দিন বলেন, “এতোদিন কিছুটা কনফিউজড ছিলাম যে আমার ভেতর কিছু আছে কিনা। কিন্তু যেহেতু ইংল্যান্ডে গেলাম বিসিবির অধীনে, স্ক্যান করানোর জন্য। তো স্ক্যান দেখে দেখা যায়, আমার কিছু হয়নি। তাই কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বোলিং করছি এখন।
তিনি বলেন, “কিন্তু জানি না কতদিন সুস্থ থাকতে পারব। তবে চেষ্টা করছি যে, যতদিন খেলতে পারি বা সামনে বিশ্বকাপ আছে। ২০২৩ বিশ্বকাপ আছে, তো আমার পারফরম্যান্সের পাশাপাশি সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য।”
তিনি আরো বলেন, “প্র্যাকটিস, রিহ্যাব, জিম সব কিছুই করছি। একই প্রক্রিয়া অনুসরণ করছি। হয়তো স্কিল ট্রেনিং এখনও সেভাবে শুরু করিনি, ১৫ তারিখের পর শুরু করব। আপাতত ফিটনেস, রিহ্যাব, জিম চালিয়ে যাচ্ছি। কিছুটা দুর্ভাগা তো বটেই। হয়তো আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা দুর্ভাগা।”