আমরা যুদ্ধ চাই না, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষা প্রস্তুত আছি: প্রধানমন্ত্রী

জাতীয়

নিউজ ডেষ্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধ চাই না। কখনো যুদ্ধ করবো না। কিন্তু যদি কখনো বহিঃশত্রু আক্রমণ করে, তখন যেন সেটা প্রতিরোধ করতে পারি, সেই ব্যবস্থা থাকতে হবে। ইতোমধ্যে আমাদের সেই প্রস্তুতি আছে।

যেন আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেভাবেই আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে।আজ মঙ্গলবার (২৯ মার্চ) শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন তিনি। সরকার প্রধান বলেন, আমরা বঙ্গবন্ধুর শিখিয়ে যাওয়া পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি। সেটা হলো- সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়।

শেখ রাসেলের স্বপ্নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বড় ভাই জামাল এবং কামাল মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। সেটা দেখে উদ্বুদ্ধ হয়েছিল শেখ রাসেল। জিজ্ঞাসা করলে সে বলতো, বড় হয়ে আর্মি অফিসার হবে। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি।

‘আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, শেখ রাসেলের নামে সেনানিবাস করায়। এর মধ্য দিয়ে রাসেলের সেনা অফিসার হওয়ার আকাক্সক্ষা পূর্ণ না হলেও তার নামটা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকলো।’ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *