আমরা খুব শিগগিরই জিতব যুদ্ধে: ইউক্রেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- খুব শিগগিরই যুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে বলে দাবি করেছেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস সিমিহল। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া এখনো জিততে পারে এবং এটি একটি বাস্তবিক সম্ভাবনা। এর পরেই যুদ্ধ জয়ের বিষয়ে এই মন্তব্য করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী।

এদিকে বরিস জনসনের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইউক্রেনীয় প্রধানমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমরা পুরোপুরি নিশ্চিত যে এই যুদ্ধে ইউক্রেন জিতবে এবং সেই জয় খুব অল্প সময়ের মধ্যেই আসবে। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার (২৬ এপ্রিল) মস্কো যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল শুক্রবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো জানান, পুতিন ছাড়াও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। ইউক্রেনে যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করার আশা করছেন গুতেরেস।

এর আগে, গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের নিজ নিজ দেশের রাজধানীতে বৈঠকে বসার প্রস্তাব দেন অ্যান্তোনিও গুতেরেস। বুধবার (২০ এপ্রিল) এ তথ্য জানান জাতিসংঘের একজন মুখপাত্র।

এদিকে একজন শীর্ষ রুশ জেনারেল বলেছেন—ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে রুশ সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দনবাস এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে।এ ছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সেনা, জ্বালানি ডিপো, সামরিক সরঞ্জামসহ ইউক্রেনের ৫৮টি সামরিক লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *