নিউজ ডেষ্ক- বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান দলটির যুক্তরাজ্য প্রেসিডেন্ট এম এ মালেক। আর এ বিষয়ে ব্রিটিশ আইনজীবীরা জানান, পরোয়ানা ও দণ্ডাদেশ নিয়ে বাংলাদেশে পা দেওয়া মাত্র গ্রেপ্তার হবেন তারেক। বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির দেওয়া এক খবরে এসব তথ্য জানা যায়।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম খালেদা জিয়াকে দেখতে লন্ডন প্রবাসী তারেক রহমান কি তাহলে বাংলাদেশে ফিরছেন? বা দেশে ফিরতে হলে কি ধরনের আইনি বাধার মুখে পড়তে পারেন বিএনপির দ্বিতীয় এই নেতা?
এ বিষয়ে ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “কনভিক্টেড যদি হয় তবে তারেক রহমান দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। মাকে দেখুক না দেখুক সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু ইট ইজ অবলিগেশন অব বাংলাদেশ পুলিশ অ্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য এয়ারপোর্ট টু ডিটেইন হিম। আর এই পরিস্থিতিতে এটি অত্যন্ত কঠিন প্রশ্ন যে আদৌ উনি বাংলাদেশে যেতে পারবেন কি না বা আদৌ উনি বাংলাদেশে যেতে চাইবেন কিনা।”
তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার পাশাপাশি হাইকোর্টে রিট করলে আদালতের এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রয়েছে বলেও জানান এই আইনজীবী।
ব্যারিস্টার মনোয়ার হোসেন আরও বলেন, “যদি এটা প্রমাণ করতে পারে যে এটার সাংবিধানিক রাইট আছে বা সাংবিধানিক রাইটের বরখেলাপ হচ্ছে… উনার (খালেদা জিয়া) চিকিৎসা করতে বাইরে আসতে যদি সত্যিই না দেওয়া হয়, সেটা যদি কনভিন্স করতে পারে হাইকোর্টে। হাইকোর্ট ক্যান মেক অ্যান অর্ডার।
এছাড়া যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশে ফিরতে প্রস্তুত বলে জানান বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক।
তিনি জানান, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি তো নিচ্ছেনই। অচিরেই দেখবেন একটা গুড নিউজ, আমরা যাব। বাংলাদেশ হাইকমিশনে তো উনার আবেদন করার কোন প্রশ্নই ওঠে না। রিনিউ করার প্রয়োজন হলে সময়মতো নিশ্চয়ই হয়তো রিনিউ করবেন। রিনিউ ছাড়া তো আর যাবেন না।’